ডেটলাইন দুর্গাপুরঃ ঘোষণা হয়ে গেছে লোকসভা নির্বাচনের নির্ঘন্ট। সেই সঙ্গেই সারা রাজ্যের বিভিন্ন এলাকার সঙ্গে পশ্চিম বর্ধমান জেলাতেও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীন সমস্ত থানাও অপরাধীদের বিরুদ্ধে বিশেষ নজরদারী ও অভিযান শুরু করেছে। নেওয়া হয়েছে বেশ কিছু সতর্কতমূলক ব্যবস্থাও। শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ এলাকা ও রাস্তায় চলছে পুলিশের বিশেষ চেকিং। দুর্গাপুরের কোক ওভেন থানার পুলিশও এলাকার সর্বত্র নিয়্মিত অভিযান ও কড়া নজরদারী চালাচ্ছে। সেই নজরদারীর ফলেই সোমবার দুর্গাপুর স্টেশন সংলগ্ন বাস স্ট্যান্ড থেকে ব্রাউন সুগার সহ দুই যুবক ধরা পড়ল পুলিশের জালে। গোপন সূত্রে খবর পেয়ে দুর্গাপুর বাস স্ট্যান্ডে নজরদারী করছিল পুলিশ। সেই সময় বাস থেকে দুই যুবক নামতেই তাদের হাতেনাতে ধরে ফেলে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৫০০ গ্রাম ব্রাউন সুগার। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২.৫ লক্ষ টাকা। জানা গেছে,নদীয়ার বাসিন্দা দুই যুবকের নাম মহম্মদ শেখ(২০) ও আসাবাদ্দিন মল্লিক(২৬)। ধৃতদের আসানসোল আদালতে পেশ করে তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। এরা দুর্গাপুরে এসে কোথায় ও কাদের কাছে ব্রাউন সুগার বিক্রি করে এবং কোথা থেকেই বা এই নিষিদ্ধ নেশার জিনিস তারা নিয়ে আসে এবং এরা কোনো চক্রের সঙ্গে যুক্ত কিনা সেবিষয়ে তাদের জেরা করে জানতে চাইছে পুলিশ।