অনির্দিষ্টকালের জন্য তারাপীঠ মন্দির বন্ধের সিদ্ধান্ত

0
713

ডেটলাইন বীরভূমঃ করোনার কারনে আরও একবার পুন্যার্থীদের জন্য বন্ধ হচ্ছে তারাপীঠ মন্দিরের দরজা। ১ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য মন্দির বন্ধ থাকবে। কমিটির বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী মন্দিরে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। করোনা ভাইরাস শুরুর সময় ১৮ মার্চ মন্দির বন্ধের সিদ্ধান্ত হয়। দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর ২৩ জুন রথযাত্রার দিন মন্দিরের দরজা খুলে দেওয়া হয়। যদিও পুন্যার্থীদের গর্ভগৃহে প্রবেশ নিষিদ্ধ ছিল। ১৮ আগস্ট ছিল কৌষিকী অমাবস্যা। কিন্তু পরিস্থিতির কথা চিন্তা করে আগেই মেলা বাতিল করা হয় এবং ১২ আগস্ট থেকে ২০ আগস্ট মন্দির বন্ধ থাকবে বলেও জানানো হয়। কিন্তু করোনার প্রকোপ যে ভাবে বাড়ছে তাতে আর কোন ঝুঁকি নিতে চাইছে না মন্দির কর্তৃপক্ষ। মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানিয়েছেন,  কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা থেকে বহু পুন্যার্থী তারাপীঠে পুজো দিতে আসেন। কিন্তু ওই সমস্ত এলাকায় এখন ভীষণভাবেই করোনা সংক্রমন বেড়ে গেছে। ওই সব এলাকা থেকে প্রচুর ভক্ত ও পুণ্যার্থী তারাপীঠে আসেন। তাদের কার শরীরে ওই মারন রোগ বাসা বেঁধেছে তা জানা যাচ্ছে না। কেউ ওই রোগ বহন করে মন্দিরে এলে গোষ্ঠী সংক্রমণ হতে পারে। সেবাইতরাও সংক্রামিত হতে পারেন। তাই মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here