ডেটলাইন কলকাতাঃ পূর্ব রেলের হাওড়া ডিভিশনের বাণিজ্য বিভাগ সম্প্রতি টিকিট পরীক্ষা অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। টিকিট বিহীন ভ্রমণ ও অনিয়মিত টিকিটের প্রায় ৭২,৭৯০টি মামলা শনাক্ত করেছে। ২০২৪ এর অগাস্ট মাসে টিকিট পরীক্ষকরা প্রায় ১.৯ কোটি টাকা জরিমানা আদায় করেছেন। গত বছরের এই একই সময়ের তুলনায় মামলার সংখ্যা ১০.৩২% বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি পূর্ব রেলের তরফ থেকে যাত্রীদের টিকিট কাউন্টার,স্বয়ংক্রিয় টিকিট বিক্রয় যন্ত্র তথা এটিভিএম, আইআরসিটিসি ওয়েবসাইট এবং ইউটিএস মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে টিকিটিং সহ বিভিন্ন সুবিধাজনক টিকিটিং বিকল্পগুলি ব্যবহার করার জন্য উৎসাহিত করা হচ্ছে। নিরবিচ্ছিন্ন ও মসৃণ লেনদেনের জন্য, কিউআর কোড পেমেন্ট মোডও ব্যবহার করা যায় বলেও জানাচ্ছে রেল। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এ বিষয়ে বলেছেন, “টিকিট ছাড়া ভ্রমণ শুধুমাত্র বড় অঙ্কের জরিমানা নয়,সমাজে নিজের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে”। তিনি সমস্ত যাত্রীদের জরিমানা এড়াতে এবং নিজেদের সুন্দর যাত্রা নিশ্চিত করতে একাধিক টিকিটিং বিকল্প ব্যবহারের আহ্বান জানান।