ডেটলাইন দুর্গাপুরঃ দুর্গাপুর মহকুমা হাসপাতালে রক্তের সংকট নিরসনের জন্য ব্লাড ব্যাঙ্কে যে ম্যারাথন ন্যানো ইনহাউস রক্তদান শিবির চলছে আজ তার পঞ্চম দিন ছিল। আজকের শিবিরটি প্রয়াত সাংবাদিক দীপক গুরুং স্মরণে নিবেদিত ছিল। শিবিরের শুরুতে প্রয়াত সাংবাদিক দীপক গুরুং এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় এবং শ্রদ্ধা জ্ঞাপন করে নীরবতা পালন করা হয়। এদিন ২জন যুবতী সহ মোট ২২ জন রক্তদান করেছেন। বিশিষ্ট সাংবাদিক সুদীপ বন্দ্যোপাধ্যায় এদিন রক্তদান করেছেন। এছাড়া, উজ্জীবন – অন্ডাল ব্লক ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের যুগ্ম সম্পাদক শোভন পাল তার ৫০ বছরে পদার্পন উপলক্ষে, শুভম দাস(২৩) তার জন্মদিন পালনের জন্য এই শিবিরে রক্তদান করেছেন। ফোরামের বেনাচিতি শাখা – ‘স্পর্শ’ থেকে ৮ জন, বিধান নগর শাখা থেকে ৪জন এবং আজকের থেকে পথ চলা শুরু শুরু করা “এক বিন্দু” – কাঁকসা ব্লক ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের তরফে ৪ জন রক্তদান করেছেন। ফোরামের ফেসবুক ও ওয়াটসাপের প্রচারের সূত্রে সরাসরি ৩ জন এসে রক্তদান করেন। এদিন শিবিরে রক্তদাতাদের পরীক্ষার জন্য এখন থেকে অক্সিমিটার ব্যবহার করার কাজও শুরু করা হয়। একইসঙ্গে ইনফ্রারেড থার্মোমিটারের ব্যবহার ছিলই। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ আর. পি.টুডু, আইনজীবী আয়ূব আনসারী, সমাজসেবী সন্তোষ দাস,চন্দ্রশেখর মুখার্জি, শিক্ষক নীহার রঞ্জন বিশ্বাস, ইন্দ্রজিৎ ব্যানার্জি ও প্রভাত সাহা। সকল রক্তদাতাদের ও দুর্গাপুর মহকুমা হাসপাতাল মেডিকেল টীমকে ফোরামের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজেশ পালিত এবং সুলতা দাস। ফেডারেশন অফ ব্লাড ডোনার্স অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখার রাজ্য সম্পাদক কবি ঘোষ এদিন থেকে পথ চলা শুরু করা নতুন রক্তদাতা সংগঠন “এক বিন্দু” (কাঁকসা ব্লক ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম) এর আহ্বায়ক সংগ্রাম মুখার্জি’র হাতে শংসাপত্র তুলে দেন।
Latest article
২৪ ঘন্টার মধ্যেই সোনার চেন সহ ছিনতাইকারীদের ধরে ফেলল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুরঃ দুর্গাপুর ইস্পাতনগরী,সিটি সেন্টার,অম্বুজানগরী,নন কোম্পানী এলাকায় বিগত সময়ে মহিলাদের গলার সোনার হার বা কানের দুল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। কিন্তু এই ধরনের...
বড়দিনের রাতে বড়সড় সাফল্য পেল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুরঃ একদিকে যখন সারা রাজ্যের সঙ্গে শহর দুর্গাপুরও মেতে উঠেছিল বড়দিনের উৎসবে। সেই সময় নীরবে এক বড় ধরনের অপারেশন করে ফেলে...
বৃহন্নলাদের সঙ্গে নিয়ে পথ সচেতনতার বার্তা দিল পুলিশ
ডেটলাইন দুর্গাপুরঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যজুড়ে 'সেফ ড্রাইভ সেভ লাইফ'- এই বিশেষ সচেতনতামূলক প্রচার শুরু হওয়ার পর থেকে রাজ্যে পথ দুর্ঘটনা...