ডেটলাইন বর্ধমানঃ প্রায় ২০০ বছর আগে ব্যানার্জী পরিবারের হাত ধরে বর্তমান পূর্ব বর্ধমানের কুচুট গ্রামের ব্যানার্জী বাড়িতে সূচনা হয়েছিল দুর্গাপুজোর। বর্তমানে ব্যানার্জী পরিবারের সদস্যরাই এই পুজো পরিচালনা করেন। পুজো প্রসঙ্গে ব্যানার্জী পরিবারের সদস্য স্বপন ব্যানার্জী,মানিক ব্যানার্জী,খুদিরাম ব্যানার্জীরা জানিয়েছেন, “প্রায় ২০০ বছরের পুরনো এই পুজো। আমাদের পূর্বপুরুষরা এই পুজো শুরু করেছিলেন। আগে যে নিয়ম রীতি ছিল এখনও সেই নিয়ম রীতি পালিত হয়। আর এভাবেই প্রতি বছর এই পুজোর আয়োজন করা হচ্ছে”।
পুজো আয়োজনে প্রবীনদের সহযোগিতা করে চলেছেন ব্যানার্জী পরিবারের বর্তমান সদস্য দেবদুলাল, গুরুদাস,রামপ্রসাদ,বিপ্রদাস,বিশ্বনাথ ব্যানার্জীরা। তারা জানান,এই পুজোয় সবথেকে বাড়তি পাওনা হল বাড়ির সকল সদস্যদের একসঙ্গে হওয়া। এই মিলনমেলার জন্যই সবাই সারা বছর ধরে অপেক্ষা করে থাকে। পরিবারের নিজস্ব মন্দিরে প্রতি বছর ধূমধামের সঙ্গেই এই পুজো অনুষ্ঠিত হয়। অন্যান্য নিয়মরীতি পালনের সঙ্গে পাঠাবলিও হয় এই পুজোয়। পূর্ব বর্ধমানের কুচুট ধর্মতলা এলাকার ব্যানার্জী বা বাড়ুজ্জে বাড়ির এই দুর্গাপুজো সবার কাছে এক ডাকে পরিচিত।