২৪ ঘন্টার মধ্যেই সোনার চেন সহ ছিনতাইকারীদের ধরে ফেলল কোক ওভেন থানার পুলিশ

0
143

ডেটলাইন দুর্গাপুরঃ দুর্গাপুর ইস্পাতনগরী,সিটি সেন্টার,অম্বুজানগরী,নন কোম্পানী এলাকায় বিগত সময়ে মহিলাদের গলার সোনার হার বা কানের দুল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। কিন্তু এই ধরনের ছিনতাইয়ের ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই সোনার চেন উদ্ধার সহ ছিনতাইকারীদের গ্রেফতার করার ঘটনা সাম্প্রতিককালে নজিরবিহীন। আর এই নজিরবিহীন ঘটনাই ঘটালো কোক ওভেন থানার পুলিশ। দুর্গাপুর পুরসভার ৪৩ নম্বর ওয়ার্ডের অধীন ঋষি অরবিন্দ পল্লীর বাসিন্দা শোভারানী মুখোপাধ্যায় নামে এক বয়স্ক মহিলা অন্যান্য দিনের মতোই দুপুরের খাবারের পর বাড়ির সামনে থাকা রাস্তার কুকুরদের খাবার দিতে বের হয়েছিলেন। ঠিক সেই সময় তিন যুবক বাইকে করে সেখানে আসে এবং একজন ওই মহিলাকে ধাক্কা দিয়ে ফেলে তার গলায় থাকা প্রায় এক ভরির সোনার চেনটি ছিনতাই করে পালিয়ে যায়। ভদ্রমহিলার চিৎকারে এলাকার লোকজন বের হয়ে আসে। দিন দুপুরে এই ধরনের দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় উদ্বেগ ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় কোক ওভেন থানার পুলিশকে। পুলিশ তৎপর হয়ে ওঠে ছিনতাইকারীদের অনুসন্ধানে। বিভিন্ন এলাকায় পুলিশ নজরদারী শুরু করে। চিরুনি তল্লাশি শুরু করে। জানা গেছে,পুলিশের নজরদারীর মধ্যেই তিন যুবক সোনার চেনটি দুর্গাপুরের সিনেমা হল রোডের একটি সোনার দোকানে বিক্রি করতে যায়। ওৎ পেতে থাকা পুলিশের দল তখনই তাদের হাতেনাতে ধরে ফেলে। উদ্ধার করা হয়েছে সোনার চেনটিও। ধৃত তিন ছিনতাইবাজ হল শিব প্রসাদ,আদিত্য মন্ডল ও ইসু রাম। এরা কোক ওভেন থানা এলাকার সুভাষপল্লী সংলগ্ন রাহুল পল্লীর বাসিন্দা বলে জানা গেছে। রবিবার ধৃতদের পুলিশি হেফাজত চেয়ে দুর্গাপুর দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। ধৃতদের জিঙ্গাসাবাদ করে পুলিশ এখন জানতে চায় এরা এই ধরনের কাজে কিভাবে যুক্ত হয়েছে। এদের পিছনে কোনো দুষ্কৃতি চক্র যুক্ত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে, ছিনতাইয়ের ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই তৎপরতার সঙ্গে সোনার চেন সহ অপরাধীদের গ্রেফতার করায় কোক ওভেন থানার পুলিশের প্রশংসা করেছেন এলাকার বাসিন্দারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here