ডেটলাইন দুর্গাপুরঃ একদিকে যখন সারা রাজ্যের সঙ্গে শহর দুর্গাপুরও মেতে উঠেছিল বড়দিনের উৎসবে। সেই সময় নীরবে এক বড় ধরনের অপারেশন করে ফেলে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের একটি গুরুত্বপূর্ণ থানা দুর্গাপুরের কোক ওভেন থানার পুলিশ। এই থানার অধীন ক্ষুদিরাম কলোনিতে একটি বাড়িতে আচমকা অভিযান চালাতেই চক্ষু চড়ক গাছ পুলিশের। ওই বাড়িতে দেখা যায় সারি সারি মোটর বাইক সেই সঙ্গে প্রচুর মোবাইল। কিভাবে এতোগুলি গাড়ি ও মোবাইল তার বাড়িতে এলো তার খোঁজ করতে গিয়ে পুলিশ জানতে পারে যে ক্ষুদিরাম কলোনির ওই বাসিন্দা উজ্জ্বল পরামানিক আসলে একজন রিসিভার। তার কাজই হল চুরির বাইক ও মোবাইল ছাড়াও বিভিন্ন ধরনের দামি জিনিসপত্র কিনে নিয়ে সেগুলি কম দামে নির্দিষ্ট ক্রেতাদের কাছে বিক্রি করে দেওয়া। পুলিশ উজ্জ্বলকে গ্রেফতার করেছে। ধৃত উজ্জ্বলকে দুর্গাপুরে আদালতে তোলা হলে তার জামিন নাকচ হয় এবং তাকে পুলিশি হেফাজতে নিয়ে এবার জিঙ্গাসাবাদ করে পুলিশ জানতে চায় উজ্জ্বলের সঙ্গে আর কারা জড়িত রয়েছে বা এই ধরনের কোনো চক্র দুর্গাপুরে সক্রিয় রয়েছে কিনা। একটি সূত্রে জানা গেছে, দুর্গাপুরের বিভিন্ন এলাকা থেকে মাঝে মধ্যেই বাইক ও দামি মোবাইল চুরির অভিযোগ আসতে থাকে পুলিশের কাছে। আর আগেও এই ধরনের ঘটনায় পুলিশ বেশ কিছু মোবাইল ও বাইক উদ্ধার করে সেগুলি প্রকৃত মালিকদের কাছে ফেরৎ দিয়েছে। প্রসঙ্গত, আসানসোল -দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার হিসেবে সুনীল কুমার চৌধুরী দায়িত্ব নেওয়ার পর পশ্চিম বর্ধমান জেলার দুটি ব্যস্ত শহর আসানসোল ও দুর্গাপুরের ঘটতে চলা অপরাধগুলির বিষয়ে তিনি বিশেষ খোঁজ খবর নেওয়া শুরু করেন। সেখানে বাইক ও মোবাইল চুরির বিষয়ে অধিক গুরুত্ব দেওয়া হয়। কোকওভেন থানার পুলিশের এই সাফল্য নিয়ে বড়দিনের সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে ডিসিপি পূর্ব অভিষেক গুপ্তা জানান,পরিকল্পনামাফিক রিসিভার বেসড তদন্তে নামে পুলিশ। সাধারনত দেখা গেছে যে ড্রাগের নেশায়, বা অন্যান্য মাদকদ্রব্যের নেশায় আসক্ত যারা তারাই বেশিরভাগ এই চুরির ঘটনাগুলির সাথে জড়িত। তাই পুলিশ কমিশনারের নির্দেশে এই ধরনের অপরাধের সাথে যুক্ত গ্রেপ্তার হওয়া নেশাগ্রস্ত চোরদের পাঠানো হতে থাকে নেশা মুক্তি কেন্দ্রে। সেখানেই তাদেরকে রাখা হয় দীর্ঘদিন। তাদেরকে নেশা মুক্ত করতে পারলেই এই চুরি বন্ধ করা যাবে বলে মনে করা হচ্ছে। সেই লক্ষ্যে অনেকটাই সফল পুলিশ। উল্লেখ্য,ধৃত উজ্জ্বল পরামানিকের বাড়ি থেকে পুলিশ ১৬টি বাইক ও ৬০টি মোবাইল উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে সময় মতো উদ্ধার হওয়া বাইক ও মোবাইল গুলি প্রকৃত মালিকদের ফেরৎ দেওয়া হবে।
Latest article
২৪ ঘন্টার মধ্যেই সোনার চেন সহ ছিনতাইকারীদের ধরে ফেলল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুরঃ দুর্গাপুর ইস্পাতনগরী,সিটি সেন্টার,অম্বুজানগরী,নন কোম্পানী এলাকায় বিগত সময়ে মহিলাদের গলার সোনার হার বা কানের দুল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। কিন্তু এই ধরনের...
বড়দিনের রাতে বড়সড় সাফল্য পেল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুরঃ একদিকে যখন সারা রাজ্যের সঙ্গে শহর দুর্গাপুরও মেতে উঠেছিল বড়দিনের উৎসবে। সেই সময় নীরবে এক বড় ধরনের অপারেশন করে ফেলে...
বৃহন্নলাদের সঙ্গে নিয়ে পথ সচেতনতার বার্তা দিল পুলিশ
ডেটলাইন দুর্গাপুরঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যজুড়ে 'সেফ ড্রাইভ সেভ লাইফ'- এই বিশেষ সচেতনতামূলক প্রচার শুরু হওয়ার পর থেকে রাজ্যে পথ দুর্ঘটনা...