ডেটলাইন দুর্গাপুর,২ সেপ্টেম্বরঃ প্রয়াত হলেন বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল সাংসদ-প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদের স্ত্রী পুনম দেবী (৫৯)। গত কয়েক বছর ধরেই তিনি অসুস্থ ছিলেন। সোমবার দুর্গাপুরের একটি বেসরকারী হাসপাতালে দুপুর ১২টা ৪০ মিনিট নাগাদ তার মৃত্যু হয়েছে বলে নিজেই সমাজ মাধ্যমে জানিয়েছেন সাংসদ কীর্তি আজাদ। দলীয় সাংসদের স্ত্রীর প্রয়াণে শোকাহত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। এক্স হ্যান্ডলে কীর্তি আজাদের স্ত্রীর প্রয়াণে শোকজ্ঞাপন করে মুখ্যমন্ত্রী লিখেছেন, “আমাদের সাংসদ এবং বিশ্বকাপ বিজয়ী ক্রিকেটার কীর্তি আজাদের স্ত্রী পুনম ঝা আজাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন জেনে দুঃখিত। আমি পুনমকে অনেকদিন ধরে চিনি। আমি আরও জানতাম যে তিনি গত কয়েক বছর ধরে গুরুতর অসুস্থ ছিলেন। কীর্তি এবং পরিবারের অন্যান্য সদস্যরা তাঁদের যথাসাধ্য চেষ্টা করেছিল এবং তাঁর শেষ লড়াইয়ে সবসময় তাঁর পাশে ছিল। কীর্তি এবং পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। তাঁর আত্মা শান্তিতে থাকুক”। প্রসঙ্গত, প্রয়াত পুনম দেবী নিজেও সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বিজেপির হাত ধরেই এসেছিলেন রাজনীতিতে। পরে আম আদমি পার্টি এবং কংগ্রেসেও যোগ দিয়েছিলেন। শেষ পর্যন্ত স্বামী কীর্তি আজাদের সঙ্গে তৃণমূলে যোগ দেন। তবে, অসুস্থাতার কারনে দীর্ঘকাল তিনি রাজনীতির বাইরে ছিলেন। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে তার স্বামী প্রার্থী হওয়ার পর থেকে তিনি দুর্গাপুরেই ছিলেন। শেষ পর্যন্ত এই কেন্দ্রে তার স্বামীর জয় তিনি দেখে যেতে পেরেছেন। উল্লেখ্য,চলতি বছরের লোকসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে নির্বাচিত হয়েছেন কীর্তি আজাদ।