ডেটলাইন দুর্গাপুরঃ শরৎকাল মানেই পুজোর ঢাকে কাঠি পড়া। ইতিমধ্যে বেজেছে আলোর বেণু, মেতেছে ভুবন। সবার মনেই এখন বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আনন্দের স্পন্দন। বাতাসে শিউলির মন ভোলানা গন্ধ, মাঠেঘাটে কাশফুলের দোলা, আকাশে শরতের মেঘের হাতছানি। এসবের মধ্যেই ফুটে উঠছে পুজোর সুর,তাল, ছন্দ। এই মহাপুজোয় সবধর্মের সম্প্রীতির মহামিলন ঘটে। এক অদ্ভুত আনন্দে সব জাতি উৎসবে মেতে ওঠে। আকাশে-বাতাসে বাজে আগমনী গান। এ উৎসব জাতিকে সৌন্দর্যের অভিসারে ডাক দেয়। এই উৎসব প্রবাসীকে ঘরে ফিরিয়ে আনে। এই উৎসব ঈর্ষা, দ্বন্দ্ব, হীনমন্যতা ভুলিয়ে দেয়। এই উৎসবে প্রীতি এবং প্রেমে সবাইকে মহৎ করে। মায়ের কাছে সবাই সমান। ‘প্রতিমাতেই শুধু মা দুর্গা নেই, প্রতিটি মা-তেই মা দুর্গা আছে’। তাই আর্থিকভাবে সমাজের পিছিয়ে থাকা মানুষগুলির প্রতিও দায়বদ্ধতা থাকে আমাদের। অনেক সমাজসেবী সংস্থা যেমন দুঃস্থ মানুষের পাশে এসে দাঁড়ায়,তেমনই এই কাজে এগিয়ে আসে আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা পুলিশকর্মীরাও। এই রকমই এক উদ্যোগে সামিল হতে দেখা গেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কোকওভেন থানাকে। মহাষষ্ঠীর শুরুতেই “বসন পরো মা” কর্মসূচীর মাধ্যমে এলাকার দুঃস্থ পরিবারের দুই শতাধিক মহিলা-পুরুষকে শাড়ি ও ধুতি পাঞ্জাবি বিতরন করা হল। বাংলার সেরা উৎসবের আনন্দ থেকে যাতে কেউ বঞ্চিত না হয়,সেই উদ্দেশ্যেই এই কর্মসূচী বলে জানান কোক ওভেন থানার আধিকারিক সঞ্জীব দে। এই মহতি অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, ডিসি(পূর্ব)অভিষেক গুপ্তা, দুর্গাপুরের এসিপি তথাগত পান্ডে, সিআই-বুদবুদ অঞ্জন রায়, ওসি-ট্রাফিক মুচিপাড়া প্রসেনজিৎ মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। এদিন পুলিশের ‘ফিরে পাওয়া’ কর্মসূচির আওতায় কোক ওভেন থানার বিভিন্ন এলাকা থেকে বিগত সময়ে হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া ২২টি মোবাইল উদ্ধার করে সেগুলি মালিকদের হাতে তুলে দেওয়া হয়। স্বাভাবিকভাবেই পুজোর আগে নিজেদের হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে তারা খুশি হয়েছেন এবং এই কাজের জন্য কোক ওভেন থানার পুলিশকে কৃতজ্ঞতা জানিয়েছেন। পুলিশ আধিকারিকরাও জানিয়েছেন, নিজেদের পেশাগত দায়িত্ব ও কর্তব্যের সঙ্গেই তারা সব সময় সাধারন মানুষের পাশে থেকে কাজ করে চলেছেন। মানুষকে সহযোগিতা করার লক্ষ্যে তাদের একাধিক কর্মসূচীও রয়েছে।
Home আসানসোল-দুর্গাপুর কোক ওভেন থানায় ‘বসন পরো মা’ কর্মসূচি,‘প্রতিমাতেই শুধু মা দুর্গা নেই, প্রতিটি...