অ্যাসিড হামলার ঘটনায় ১০ বছরের জেল

0
179

ডেটলাইন বর্ধমানঃ  এক সময় বিভিন্ন এলাকায় অ্যাসিড হামলার ঘটনায় বহু পুরুষ ও নারীর জীবন বিপর্যয় ঘটেছে। মৃত্যুও হয়েছে অনেকের। এই ধরনের ঘটনা নিয়ন্ত্রনে প্রশাসনের পক্ষে যেমন কড়া পদক্ষেপ নেওয়া হয়,তেমনই সরকারের পক্ষ থেকেও কড়া আইনের ব্যবস্থা করা হয়েছে। এই ধরনের ঘটনার অভিযোগ পাওয়ার পরই অভিযুক্তের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারই এক জ্বলন্ত দৃষ্টান্ত মিলল পূর্ব বর্ধমানে। কাটোয়া মহকুমা আদালতে অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সুকুমার সূত্রধরের এজলাসে অ্যাসিড হামলায় সংক্রান্ত মামলার রায় দেওয়া হয়। ভারতীয় দন্ড বিধির ৩২৬ এ ধারায় ১০ বছর জেল ও ১০,০০০ টাকা জরিমানা অনাদায়ে ১ বছর অতিরিক্ত জেল এবং ৪৫৮ ধারায় ৭ বছর জেল ও ৫,০০০ টাকা জরিমানা অনাদায়ে অতিরিক্ত ৬ মাসের জেলের  সাজা ঘোষণা করেন বিচারক। এর পাশাপাশি রাজ্য সরকারকে নির্যাতিত কে ১ লক্ষ- টাকার ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়।  এই মামলায় নির্যাতিতের পক্ষে সরকারি আইনজীবী ছিলেন দেবাশীষ মন্ডল। তিনি  জানান,আমরা আদালতের রায়ে খুশি, সুবিচার পেল এই পরিবার। আদালত সুত্রে জানা গেছে, ২০২০ সালে ২ জুন রাতে কেতুগ্রামের কান্দরা এলাকায় এক পুরাতন বিবাদের জেরে আসামী সীতারাম মাঝী ওরফে মুরু মাঝী এক দম্পতির উপর জানালা দিয়ে অ্যাসিড হামলা করে। ওইদিনই কেতুগ্রাম ব্লক হাসপাতাল থেকে কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছিল। টানা ৭ দিন চিকিৎসাধীন ছিল আক্রান্ত ব্যক্তি। এই মামলায় ১১ জন সাক্ষ্যদান করে। ৩২৬ এ এবং ৪৫৮ নং ধারায় দোষী সাব্যস্ত করে কাটোয়া মহকুমা আদালত। অবশেষে আসামী কে দশ বছর জেল সহ ১০ হাজার টাকার আর্থিক জরিমানা অনাদায়ে অতিরিক্ত এক বছরের জেল এই রায় ঘোষণা করেছে আদালত। এর পাশাপাশি আক্রান্ত কে এক লক্ষ টাকার আর্থিক সহযোগিতার নির্দেশ দেন অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সুকুমার সুত্রধর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here