ডেটলাইন দুর্গাপুরঃ বিগত বছরে করোনা মহামারি হিসেবে দেখা দেওয়ায় সেই সময় দারুনভাবেই ব্যাহত হচ্ছিল রক্ত সংগ্রহের কাজ। কারন সেই সময় স্বেচ্ছা রক্তদান শিবির আয়োজন করা সম্ভব হচ্ছিল না। কিন্তু সেই চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যেও জীবনের লাইফ লাইন সচল রাখতে ধারাবাহিক রক্তদান শিবির আয়োজন করেছিল দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম। মহকুমা হাসপাতালে এবং বিভিন্ন জায়গায় ন্যানো শিবির করে চলেছে রক্ত সংগ্রহের কাজ। তাতে সরকারী ব্লাড ব্যাঙ্কে অনেকটাই রক্তের অভাব মেটানো সম্ভব হয়েছে। সেই কাজ এখনও চলছে এবং তার সঙ্গেই এর এপ্রিল মাস থেকে যুক্ত হয়েছে কোভিড পেসেন্টদের বিনামূল্যে দুবেলা বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়ার কাজও। এবার এই সব কর্মসূচীর সঙ্গে যুক্ত হল করোনা রোগিদের জন্য বিনামূল্যে ‘লাইফ সাপোর্ট অক্সিজেন অন হুইলস’ পরিসেবা। শনিবার দুর্গাপুরের বিধাননগর ডিডিএ মার্কেট প্রাঙ্গনে থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো এই পরিষেবা। এর হেল্পলাইন নম্বর হল ৮৬০৯৮০৫৪০৭।কোবিড কেয়ার নেটওয়ার্ক ও লিভার ফাঊন্ডেশন ওয়েস্ট বেঙ্গল এর প্রত্যক্ষ সহযোগিতায় এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনিক সহায়তায় অক্সিজেন কনসেনট্রেটর মেশিনের সাহায্যে সমগ্র দুর্গাপুর জুড়ে চব্বিশ ঘন্টা এই পরিষেবা জারী থাকবে। জানা গেছে, পেসেন্ট পার্টিকে শুধুমাত্র অক্সিজেন মাস্ক কিনতে হবে এবং মেশিনের কোন ক্ষতি হলে ক্ষতিপূরণ দিতে হবে। এদিন বিধায়ক এবং আসানসোল দুর্গাপুর উন্নয়ন সংস্থার চেয়ারম্যান তাপস ব্যানার্জি – এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগম এর দুই মেয়র পারিষদ রাখী তেওয়ারি ও অঙ্কিতা চৌধুরী,কাউন্সিলর ডাঃ ছবি নন্দি, শিক্ষাবিদ নূরুল হক,বিশিষ্ট সমাজসেবী আমিনুল ইসলাম, রোটারিয়ান সুবীর রায় ও রূপম লাহা, আইনজীবি আয়ূব আনসারী প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন একটি জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন “হিউম্যান রাইটস অ্যাসোসিয়েটস অফ ইন্ডিয়া ” এর সভাপতি শুভজিৎ নিয়োগী, সম্পাদক সৌরভ আইচ।
দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদক কবি ঘোষ সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেছেন। এই কাজে সহায়তার জন্য তিনি সবার সাহায্য সহযোগিতা চেয়েছেন এবং জেলা শাসকের কাছে এই কর্মকান্ড সুচারু ভাবে করার জন্য পিপিই কিট,ফেস শিল্ড,মাস্ক, স্যানিটাইজার মেসিন সহ দুর্গাপুর মহকুমা হাসপাতাল অব্যবহৃত অবস্থা পড়ে থাকা অত্যাধুনিক এম্বুলেন্সটি (যা পূর্বতন সাংসদ মমতাজ সংঘমিতা দান করেছিলেন) দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামকে দেওয়ার জন্য লিখিত আবেদন করেছেন। তিনি আরও জানা এই কাজে তাদের পাশে থাকছে নেহেরু যুব কেন্দ্র, দুর্গাপুর মহকুমা ক্রীড়া ও সাংস্কৃতিক ক্লাব সমন্বয় সমিতি,রোটারি ক্লাব অফ দুর্গাপুর স্মার্ট সিটি সহ কিছু সংস্থা।
Home আসানসোল-দুর্গাপুর করোনা রোগিদের বিনামূল্যে অক্সিজেন দেওয়ার কর্মসূচী দুর্গাপুর ব্লাড ডোনার্স ফোরামের